• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মামুন আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:২১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোরে বহুলালোচিত ৫ টি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধারে ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিাবার বিকেলে তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। 
আটক ইন্দুর মামুন সদরের সুজালপুর গ্রামের হঠাৎপাড়ার মৃত মোদাচ্ছের হাওলাদার ওরফে মোতাচ্ছিন হাওলাদারের ছেলে।
গত ৩০ নভেম্বর গভীররাতে যশোর সদর উপজেলার মধুগ্রামে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৫টি বিদেশি পিস্তল, ১০ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজীকে আটক করে ডিবি পুলিশ। আটক লিটন গাজীকে আদালতে সোপর্দ করা হলে ঘটনর সাথে নিজে ও অপর জড়িতদের নাম উল্লেখ করে আদালতে জাবনবন্দি দেয়। লিটন গাজীর দেয়া তথ্যের ভিত্তিতে ইন্দুর মামুনকে আটক করা হয়। গতকাল আটক ইন্দুর মামুনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।