• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মোসাদের পরিকল্পনা ব্যর্থ করার দাবি ইরানের, বিপুল অস্ত্র উদ্ধার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯
ছবির ক্যাপশন: ad728

আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বড় ধরনের পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানে সহিংস হামলার উদ্দেশ্যে পাঠানোর আগেই প্রায় ৬০ হাজার অস্ত্র জব্দ করা হয়েছে এবং মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়া হয়েছে।

তেহরানভিত্তিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে এই চক্রটি প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছিল। ইরানি কর্মকর্তাদের দাবি, শুরুতে শান্তিপূর্ণ থাকা আন্দোলন ধীরে ধীরে বিদেশি মদদপুষ্ট সহিংসতায় রূপ নেয়।

ইরানের আইনশৃঙ্খলা বাহিনী কমান্ড (ফারাজা) এক বিবৃতিতে জানায়, দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে পরিচালিত অভিযানে দাঙ্গাকারীদের কাছ থেকে প্রায় ৬০ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র রাজধানী তেহরানে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জানানো হয়। অভিযানের সময় অন্তত দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো একটি ‘বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ শনাক্ত করে তাদের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের মতে, এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল হত্যাকাণ্ড চালানো এবং বিক্ষোভকে রক্তক্ষয়ী সহিংসতায় রূপ দেওয়া।

তেহরানভিত্তিক আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী চক্রটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে উন্নত নগর যুদ্ধ কৌশলে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। সাম্প্রতিক অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চক্রটির সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করে নির্বিচারে গুলি চালায়, যার ফলে শত শত মানুষ নিহত ও আহত হয়েছে বলে দাবি করা হয়।

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট যেসব ছবি প্রকাশ পেয়েছে, তাতে একে-৪৭ রাইফেল, শটগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং স্যাটেলাইট ফোনসহ আধুনিক যোগাযোগ সরঞ্জাম বিতরণের দৃশ্য দেখা গেছে।

ইরানের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, এসব দাঙ্গা ও সন্ত্রাসী তৎপরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের সরাসরি মদদ রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মাঠপর্যায়ে এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, যা তারা স্বীকারও করেছে।