• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে যশোরের অভয়নগরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকালে শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোয়াহেব ইমতিয়াজ ইয়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষক এস এম ফারুক আহমেদ, নাজমুননাহার সুমা, শুভসংঘের উপদেষ্টা  ও কালের কণ্ঠ’র অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, হাফেজ নাইমুল হাসান জনি, অভিভাবক জিএম বাচ্চু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, দশম শ্রেণির তৌফিকুল ইসলাম, অর্ঘ্য বিশ্বাস, আনাস ইবনে জিয়া, নবম শ্রেণির দোলা মণ্ডল ও সিদরাতুল মুনতাহা ইকরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভসংঘের সহসভাপতি আজগর আলী, রাজয় রাব্বি, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সাংগঠনিক সম্পাদক মতিন গাজী, সদস্য, আসজাদ ইসনাদ, হাসান মাসুদ প্রমুখ।

প্রধান অতিথি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘বাল্যবিবাহ সমাজের এক ব্যাধিতে পরিণত হয়েছে। অল্প বয়সে বিবাহের ফলে অনেক মেয়ের জীবন অকালে ধ্বংশ হয়ে যাচ্ছে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলেকে এক হয়ে কাজ করতে হবে। এ ধরণের ঘটনার খবর জানা মাত্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তা প্রতিরোধ করতে হবে।’ 

দশম শ্রেণির ছাত্র তৌফিকুল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রত্যন্ত এলাকায় বেশি করে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। বাল্যবিবাহের সঙ্গে জড়িত উভয়পক্ষকে আইনের আওতায় এনে দৃষ্টান্তর্মলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলেই বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব হবে।’ 

নবম শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা ইকরা বলেন, ‘বাল্যবিবাহ সমাজের জন্য এক কলঙ্ক। এটি একটি পরিবার ও সমাজকে পঙ্গু ও দরিদ্র করে তোলে। তাই বাল্যবিবাহকে আমরা না বলি।’

বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোয়াহেব ইমতিয়াজ ইয়াদ বলেন, ‘দারিদ্রতা ও নিরাপত্তহীনতার ভয়ে বেড়েছে বাল্যবিবাহ। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শুভসংঘের সদস্যরা জনসচেতনতার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ শুরু করেছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। আমাদের পক্ষ থেকে এই ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’