সাকিবকে ছাড়িয়ে নাসুমের বিশ্বরেকর্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯
ক্রীড়া প্রতিবেদক :
বিপিএলের ইতিহাসে স্পিন বোলিংয়ের সংজ্ঞাই যেন বদলে দিলেন নাসুম আহমেদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ কেবল নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইনআপই গুঁড়িয়ে দেননি এই বাঁহাতি স্পিনার, ভেঙে দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৯ বছর পুরনো এক অজেয় রেকর্ডও।
২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। এতদিন পর্যন্ত বিপিএলের ইতিহাসে কোনো স্পিনারের এটাই ছিল সেরা বোলিং ফিগার। আজ সিলেটে নিজের ঘরের মাঠে সেই রেকর্ডকে ডাস্টবিনে পাঠালেন নাসুম আহমেদ। ৪ ওভারের স্পেলে অবিশ্বাস্য ইকোনমি রেটে মাত্র ৭ রান দিয়ে তিনি শিকার করেন ৫টি উইকেট।
বিপিএলের ইতিহাসের সেরা বোলিং তালিকা
নাসুমের এই স্পেলটি বিপিএল ইতিহাসের সামগ্রিক তালিকার তৃতীয় সেরা। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের সংক্ষিপ্ত তালিকাটি এখন এমন
বোলার রান/উইকেট দল প্রতিপক্ষ সাল
তাসকিন আহমেদ ৭/১৯ রাজশাহী ঢাকা ২০২৪
মোহাম্মদ আমির ৬/১৭ খুলনা রাজশাহী ২০২০
নাসুম আহমেদ ৫/৭ সিলেট নোয়াখালী ২০২৬
সাকিব আল হাসান ৫/১৬ ঢাকা রংপুর ২০১৭
সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের অন্যতম সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় ডুবেছে। নাসুমের মাপা লেংথ আর ঘূর্ণির কোনো জবাবই ছিল না তাদের ব্যাটারদের কাছে। যেখানে সাকিবের ৫ উইকেটের ম্যাচে তার দল (ঢাকা) হেরে গিয়েছিল, সেখানে নাসুমের রেকর্ড গড়া দিনে সিলেট টাইটানস পেয়েছে ৬ উইকেটের বড় জয়।
টানা দুই ম্যাচ হারের পর সিলেটের এই দাপুটে প্রত্যাবর্তন আর নাসুমের রেকর্ড—সব মিলিয়ে আজকের দিনটি বিপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আপনার মতামত লিখুন :