
স্বপ্নভূমি ডেস্ক : রোকেয়া এন্টারপ্রাইজের উদ্যোগে এক ইসলামিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইসলামিক আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা আবরারুল হক আসিফ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী ক্বারী হাফেজ আবু রায়হান এবং হাফেজ নাজমুস সাকিব।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মনজুর আলম চৌধুরী, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নজরুল ইসলাম কাবিলা এবং বাংলাদেশ বাথরুম ফিটিংস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান মোটরস-এর স্বত্বাধিকারী আতাউল্লাহ।
এই আয়োজনে ধর্মীয় আলোচনা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :