• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সন্ত্রাসী অনির ভাড়াবাড়িতে যৌথবাহিনীর অভিযান, স্ত্রী আটক


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : যশোর শহরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অনিক হাসান অনির ভাড়াবাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত ওই অভিযানে অনির স্ত্রী তনু আক্তারকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনির বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে অনি পালিয়ে যায়। এসময় তার স্ত্রী তনুকে আটক করে বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে ৪০ পিস ইয়াবার পাশাপাশি ফুয়েল পেপার, মাটি ও কাঁচের তৈরি কোলকে, তিনটি ফোল্ডিং চাকু, চকলেট বাজি, কাটিং প্লাস, স্টিলের লাঠি, ২৫টি গ্যাস লাইটার, চেইন চাবুক, রাবারের প্যাকেট এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এলাকায় এমন কোনো অপরাধ নেই, যাতে তার সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অন্তত ২০টি মামলা রয়েছে। তিনি পলাতক অবস্থায় থেকেও নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন।