• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : যশোরের মুড়লী রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নুপুর দেবনাথ (২৭) নামে এক গৃহবধূ। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নুপুর বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল নাথপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাবুল কুমার দেবনাথ।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়ির পথে রওনা দেন নুপুর। পথে মুড়লী রেলক্রসিং এলাকায় হঠাৎ করে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে চলন্ত ট্রেনের নিচে চলে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান। তিনি জানান, এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।