খুলনার দৌলতপুরে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
নিজিস্ব প্রতিবেদন: খুলনার দৌলতপুরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বুধবার (১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানালার ফাঁক দিয়ে গুলি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তানভীর হোসেন শুভ মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে তার নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও, বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তদন্ত শুরু
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “রাত সাড়ে ৩টার দিকে যুবকটিকে গুলি করা হয় এবং বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ কী, এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে পুলিশি তদন্ত চলছে।”
পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :