বাঘারপাড়ায় প্রতারক চক্রের দুই সদস্য আটক
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬, ১৩:১৭
বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়ায় সমাজসেবা বিদেশি সংস্থার অনুদান সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার নড়কুড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ও মৃত নূর উদ্দিন শেখের ছেলে শেখ বিল্লাল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে পাঠান পাইকপাড়া গ্রামের দুটি বাড়িতে গিয়ে আলমগীর ও বিল্লাল নিজেদের বিদেশি সংস্থার লোক হিসেবে পরিচয় দেন। এ সময় তারা বিদেশি সংস্থার ৩০ হাজার টাকার অনুদান সমাজসেবা অফিসের মাধ্যমে পাইয়ে দেয়ার কথা বলে ফরম পূরণ করে এবং বাড়ির লোকদের কাছে ৬ হাজার টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটকে রেখে ইউপি চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে চেয়ারম্যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওসিকে জানালে পুলিশ এসে প্রতারক চক্রের ওই দুই সদস্যকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, এমন ধরনের প্রতারণার খবর প্রায়ই শোনা যায়। আজ আমারই নিজগ্রামে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা পুলিশ ও এলাকাবাসীর সামনে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটক প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :