যশোরে মাদ্রাসা ছাত্র তানভীর হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2025 ইং
স্টাফ রিপোর্টার, যশোর :
যশোরে মাদ্রাসা ছাত্র তানভীর হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ দুপুর ১২ টায় যশোর সদর উপজেলার ভাটপাড়া গ্রামবাসীর উদ্যোগে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কানাইতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন থেকে জানানো হয়, তানভীর হাসান নিশান ভাটপাড়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। গত রোববার সন্ধ্যায় সে নিখোঁজ হয়। পরের দিন বাড়ির পাশের একটি পুকুর থেকে তার হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এর আগে তার পরিবারের কাছে মুক্তিপন দাবি করা হয়েছিল।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মাদক কেনাবেচা দেখে ফেলায় ইমরান, নয়ন ও রমজান এ হত্যাকান্ড ঘটিযয়েছে। এজন্য তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আপনার মতামত লিখুন :