• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২৬ ডিসেম্বর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :  
আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সম্মেলনের বিস্তারিত সূচি প্রকাশ করেন। তিনি জানান, ২৬ ডিসেম্বর সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে।

প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, সম্মেলনের উদ্বোধনী ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর শুরু হবে আলোচনা সভা। এতে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি, বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বরেণ্য চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন। প্রথম অধিবেশন দুপুর ১টা পর্যন্ত চলবে।

দুপুর ২টা থেকে শুরু হবে সম্মেলনের সমাপনী ও দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনেই সংগঠনের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়নের প্রক্রিয়া সম্পন্ন হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সদস্যদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন।

সবশেষে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে এই বার্ষিক সদস্য সম্মেলনের সমাপ্তি ঘটবে।

সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। রাজধানীর গুরুত্বপূর্ণ এই ভেন্যুকে কেন্দ্র করে সারা দেশের শিবিরের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।