• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অভয়নগরে দোয়া মাহফিল


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় যশোরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে  নওয়াপাড়া পৌর বিএনপি'র উদ্যোগে আসর নামাজ আদায় শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়ায় জেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন,  যশোরের   বাঘারপাড়া অভয়নগর উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অসামান্য। বিএনপি'র শাসনামলে তিনি এ অঞ্চলের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার জন্য আজকে সর্বস্তরের মানুষ দোয়া অংশ নিয়েছেন। আশাকরি জনগণের দোয়ার শক্তিতে আল্লাহর রহমতে তিনি সুস্থ্য হয়ে আমাদার মাঝে ফিরে আসবেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মহিবুল্লাহ হাবিবী।
এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান মোগল, সহ-সভাপতি শাহ মোহাম্মদ জোবায়ের, জাকির হোসেন সরদার, সরোয়ার মোস্তাফিজ মিলন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন, হাবিবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন, সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দীন বিজয় সহ উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।