‘তোমাদের বলতে হবে আমিই হাদি’: জেনজি তরুণদের উদ্দেশে জামায়াত আমির
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০
স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন এক লড়াকু সেনাপতি। দেশের ‘জেনজি’ তথা ছাত্র ও যুব নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের জন্য তোমাদের দাঁড়াতে হবে, হাদির মতো বলতে হবে—আমিই হাদি।”
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হ্যালো আওয়ার লিডার’ শীর্ষক ছাত্র ও যুবকদের সাথে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারুণ্যের নতুন সংজ্ঞা তরুণদের উজ্জীবিত করে জামায়াত আমির বলেন, “বয়স মাত্র ২২ হলেও সামান্য বাধা দেখে যে পিছিয়ে যায়, সে-ই আসল বৃদ্ধ। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই, যা সব বাধা ডিঙিয়ে লক্ষ্যে স্থির থাকবে।” তিনি ১৯৪৭ থেকে ১৯৭১ এবং ২০২৪-এর জুলাই বিপ্লবে জীবন বাজি রাখা সকল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ হাদি ও জুলাই বিপ্লবের স্মৃতিচারণ জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর আত্মত্যাগের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, “সর্বশেষ শহীদ হিসেবে অনন্য নজরানা পেশ করেছেন শরিফ ওসমান হাদি। আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল আপসহীন। হাদিকে সরিয়ে দিয়ে লাভ হয়নি, তিনি এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন। আমাদের মায়েদের গর্ভে যেন লক্ষ লক্ষ হাদি জন্ম নেয়, তবেই বাংলাদেশ পথ হারাবে না।”
তরুণদের জন্য নিরাপদ বাংলাদেশ তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা তোমাদের জন্য একটি নিরাপদ, গৌরবের ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ রেখে যেতে চাই। তোমাদের ভাবনা ও স্বপ্নগুলো আমাদের ইশতেহারে জায়গা পাবে। তোমাদের ভাবনার বাংলাদেশ তোমাদের হাতেই তুলে দিতে চাই।”
বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। আমরা মহান রবের দরবারে তাঁর মাগফেরাত কামনা করি। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বিপুল সংখ্যক ছাত্র ও যুবক এই সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
আপনার মতামত লিখুন :