যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি : চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, চৌগাছার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি নেয়া হয়।
সোমবার (১৩অক্টোবর) এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মহড়ার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে মহড়া, পরিষদ চত্বর থেকে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, বন কর্মকর্তা ফেরদৌস হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :