• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সৈয়দ আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজকুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা নীহার রঞ্জন বিশ্বাস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা রেজোয়ান আলী মোল্যা, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী জয়নুল আবেদিন, অফিস সহায়ক এস এম মাসুম প্রমুখ।
 
র‌্যালি ও আলোচনা সভা শেষে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইউনুস আলীর নের্তৃত্বে ও অন্যান্য সদস্যদের অংশগ্রহণে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।