• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

৫দফা দাবিতে যশোরে আদালতের কর্মচারীদের কর্মবিরতি ।


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : May 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


স্টাফ রিপোর্টার, যশোর :
সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান, স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নসহ ৫দফা দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে যশোর আদালতের কর্মচারীরা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত চত্বরে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করে তারা।


সংগঠনের সভাপতি মোনায়েম কবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহআলমের নেতৃত্বে কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই শতাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, এসোসিয়েশন‌ দীর্ঘদিন ধরে ন্যায্য দাবী জানিয়ে আসলেও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার। যে কারণে তারা কর্মবিরতি পালন করছেন।

তারা আরো বলেন, বৈষম্যের জাঁতাকলে পিষ্ট বিচার বিভাগের কর্মীরা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আশায় বুক বেঁধেছিলো। কিন্তু বিচার বিভাগ সংস্কার কমিশন এসোসিয়েশনের দাবি যৌক্তিক বললেও তাদের সুপারিশে কোনো প্রস্তাব রাখা হয়নি। উপরন্তু আদালতের কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রকে আরো সংকোচিত করার প্রস্তাব দেয়া হয়েছে। এ অবস্থায় তাদের ৫দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।