
স্বপ্নভূমি ডেক্স: সাড়ে তিন বছর পর আজ আবারও মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তবে, পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে টাইগাররা। শর্টার ফরম্যাটে এখন পর্যন্ত মোট ২২ বারের দেখায় মাত্র তিন জয় পেয়েছে লাল-সবুজ। এই তিন জয়ের মধ্যে ২টিই মিরপুরে। যদিও দলের সাম্প্রতিক পারফরম্যান্স বড় স্বপ্ন দেখাচ্ছে লিটনদের।
সাড়ে তিন বছর পর ঘরের মাঠে প্রতিপক্ষ পাকিস্তান । হোম কিংবা অ্যাওয়ে, যাদের বিপক্ষে বাংলাদেশের কেবল হারেরই গল্প। তবে, শ্রীলঙ্কার মাটিতে গড়া ইতিহাস দেখাচ্ছে বড় স্বপ্ন। অতীতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার নতুন শুরুর অপেক্ষায় লিটনের দল।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান বরাবরই বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ। শর্টার ফরম্যাটে ২০০৭ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলো দু'দল। সে ম্যাচে আশরাফুলের দল হেরেছিলো ৩০ রানে। এরপর আরও ২১ বার দেখা হয় দু'দলের। যেখানে মেন ইন গ্রিনদেরই জয় ১৮টিতে। ঘরের মাঠেও সবশেষ সিরিজেও বাংলাদেশেকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিলো ২০১৫ সালে, মিরপুরের হোম অব ক্রিকেটে। এ মাঠেই এর এক বছর বাদে এশিয়া কাপে দ্বিতীয় জয়ের দেখা। আর ২০২৩ সালের এশিয়ান গেমসে পায় তৃতীয় জয়।
প্রায় ১৪ মাস পর দেশের মাটিতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। গেলো বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো টাইগাররা। জয় পেয়েছে ৪-১ ব্যবধানে।
এশিয়া কাপের আগে এই সিরিজ দু'দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। তবে, দু'দলেরই চিন্তা মিরপুরের বৈচিত্র্যময় উইকেট। একেতো বৃষ্টি, তার ওপর দীর্ঘদিন খেলা নেই মিরপুরে। ম্যাচে টস হতে পারে বড় ফ্যাক্টর। যে দলে জিতেবে ফিল্ডিংটাই করতে চাইবে আগে। এখন পর্যন্ত মিরপুরের ৬৩ ম্যাচের মধ্যে ৩২টি জয় পেয়েছে পরে ব্যাট করা দল।
এদিকে, এ সিরিজে মিরপুরে সাকিবের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৫ উইকেট মাইলফলক টপকানোর সুযোগ থাকবে মোস্তফিজের সামনে। হোম অব ক্রিকেটে কাটার মাস্টারের উইকেট এখন ৪৩টি।
আপনার মতামত লিখুন :