মায়ের হয়ে ক্ষমা চাইলেন তারেক রহমান, জানাজায় মানুষের ঢল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ জানুয়ারী ২০২৬, ১১:৫১
নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে দেশবাসীর উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, “জীবিত থাকাকালীন আমার মায়ের কোনো ব্যবহারে বা কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তবে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।”
বুধবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত জানাজার ঠিক আগমুহূর্তে লন্ডন থেকে যুক্ত হয়ে (অথবা ভার্চুয়ালি/টেলিকনফারেলে) পরিবারের পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান বলেন, “আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে যে সকল ভাই-বোনেরা উপস্থিত আছেন, আমার মা জীবিত থাকাকালে যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেই ঋণটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত দান করেন।”
এদিন সকাল ৮টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ বের করা হয়। প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। এরপর বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে আসা নেতাকর্মীদের ভিড়ে চারপাশ জনসমুদ্রে পরিণত হয়।
বিকেল ৩টা ৩ মিনিটে শুরু হওয়া এই জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর শেষ বিদায়ে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান এবং দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় কাতারবন্দি হয়ে দাঁড়ান।
মঙ্গলবার ভোর ৬টায় চিরবিদায় নেওয়া এই নেত্রীর প্রতি সম্মান জানিয়ে সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি পালন করছে সাত দিনের শোক কর্মসূচি। জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :