• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এসএসএফ নিরাপত্তায় খালেদা জিয়া: ভিভিআইপি মর্যাদা ঘোষণা সরকারের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এই সিদ্ধান্তের পর মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসএফ সদস্যরা হাসপাতালে এসে ডিউটি শুরু করার মাধ্যমে তার চিকিৎসা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলো।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়:
  • নির্বিঘ্ন চিকিৎসা: হাসপাতালে তার চিকিৎসা যেন নির্বিঘ্নে চলতে পারে।
  • উন্নত চিকিৎসা: প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ।
  • নিরাপত্তা ও মর্যাদা: তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা নিশ্চিত করা।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া এবং এসএসএফ নিরাপত্তা দেওয়ার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে স্বস্তি এসেছে। এটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রীর প্রতি সরকারের সম্মান প্রদর্শন এবং তার স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বহন করে।