• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন ইউনূস


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক: স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের এক বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে দেওয়া এই ভাষণে তিনি জানান, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোট আয়োজনের অনুরোধ জানানো হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “আমার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব, যাতে তিনি আগামী রমজানের আগেই অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেন।”
তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে সকলের অংশগ্রহণে এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আয়োজন।

ভোটাধিকার পুনরুদ্ধারের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, “বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেবো, কেউ বাদ যাবে না। যেন সবাই বলতে পারে—নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় আমি আমার ভোট দিয়েছিলাম।”

তিনি জানান, একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও স্মরণীয় নির্বাচন আয়োজনে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। একইসঙ্গে তিনি প্রবাসী ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও জানান।

প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।”
নারী ভোটারদের ব্যাপারে তিনি বলেন, “নারীরা যেন নির্ভয়ে ও উৎসাহ নিয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান তিন দায়িত্ব ছিল—সংস্কার, বিচার ও নির্বাচন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হয়েছে।

“অর্থনীতি, বিচারব্যবস্থা ও জনপ্রশাসনে গতিশীলতা আনতে আমরা সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অনেক পদক্ষেপ নিয়েছি। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন বাড়ছে, তেমনি দুর্নীতিও কমছে,” বলেন তিনি।

তিনি আরও জানান, এখন শুরু হবে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের পরবর্তী অধ্যায়। “আজকের ভাষণের মধ্য দিয়ে আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব—নির্বাচন আয়োজন—শুরু করছি,” বলেন অধ্যাপক ইউনূস।