যশোরে শহিদুল ইসলাম হত্যার অভিযোগে দুইভাইকে অভিযুক্ত করে চার্জশিট
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬, ০৭:০৪
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের যোগী গ্রামের মাঠপাড়ার শহিদুল ইসলাম দূর্ঘটনাবসত হত্যার ঘটনায় দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় বিল্লাল ও আলিমের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।
অভিযুক্ত আসামিরা হলো, যোগী গ্রামের মাঠপাড়ার নুর ইসলামের ছেলে একলাস হোসেন ও রাসেল।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৮ মার্চ সকালে যোগী গ্রামের তেতুলবাড়িয় মাঠে শহিদুল ইসলাম জিনের সবজি ক্ষেতে কাজ করছিলেন। পাশের জমির মালিক আসামি একলাস সবজি ক্ষেতের মধ্যে দিয়ে ড্রেন কেটে তার জমিতে পানি নিচ্ছিল। শহিদুল ইসলামের জমির সবজি নষ্ট হয়ে যাওয়ায় পানি নিতে নিষেধ করেন একলাসকে। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে আসামিরা মারপিট করলে শহিদুল ইসলাম গুরুত আহত হয়। আহত শহিদুল ইসলামে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শহিদুল ইসলামের ছেলে আহাদ হুসাইন বাদী হয়ে ওই চারজনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, জমির উপর দিয়ে ড্রেন কেটে পানি নেয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলামের সাথে একলাস ও তার ভাই রাসেলের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শহিদুল ইসলামে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মামলার তদন্তে ও ময়না তদন্ত রিপোর্টে হত্যার সুনিদিষ্ট তথ্য পাওয়া যায়নি। দূর্ঘটনাবসত শহিদুল ইসলামের মৃত্য হয়েছে।
মামলার সার্বিক তদন্ত শেষে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় দুই জনকে অভিযুক্ত ও অপর দুইজনকে অব্যহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিট অভিযুক্ত দুই জনকে আটক দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :