• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের মণিরামপুরে ওয়ার্ড আ'লীগের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের মণিরামপুরে আশরাফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহিন তারেক নামে আরো একজন আহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।
নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি চালুয়াহাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে আশরাফুল ইসলাম তার গ্রামের বিএনপি কর্মী কামালসহ ৪/৫জনকে মারপিট করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। আজ রাত ৯টার দিকে নিজ গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আশরাফুল ইসলাম। সাড়ে ৯টার দিকে উপজেলা যুবদল নেতা মতিউর রহমান মতির নেতৃত্বে কামাল, টগর, মিলনসহ ৪/৫জন চায়ের দোকানে এসে আশরাফুলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় ঠেকাতে গেলে শাহিন তারেক  নামে আরো একজনকে কুপিয়ে জখম করে চলে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান আশরাফুল। আহত শাহিন তারেককে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন জানান, আমি সাক্ষী দিতে বরগুনায় অবস্থান করছি। একজনকে হত্যার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।