
স্টাফ রিপোর্টার: যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরাহলেন—যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের মৃত মোন্তাজ আলী বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম মিলন এবং চৌগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফিরোজ উদ্দিন।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার পর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবির এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। পরে তার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
আটকের সময় শহিদুল ইসলাম মিলনের কাছ থেকে ৬০ পিস এবং ফিরোজ উদ্দিনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) আটক দুইজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :