• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কানাডা পাঠানোর নামে ৩০ লাখ টাকা আত্মসাৎ,প্রতারক মিজানুর রিমান্ডে ও স্ত্রী বৃষ্টিকে জিজ্ঞাসাবাদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই যুবকের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক মিজানুর রহমানের দুই দিনের রিমান্ড এবং তার স্ত্রী বৃষ্টিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার (তারিখ/মাস উল্লেখ না থাকলে) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আটক মিজানুর রহমান যশোর শহরের চাঁচড়া চোরমারা দিঘিরপাড় এলাকার আবুল কালামের ছেলে। প্রতারণার ঘটনার পর থেকে তিনি ও তার স্ত্রী নাটোরের বড় হরিসপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মামলার অভিযোগে জানা যায়, প্রতারক দম্পতি মিজানুর ও বৃষ্টি যশোরের বাঘারপাড়ার নাঈমুল হক নাবিল এবং ঝিকরগাছার রাসেল কবির নামে দুই যুবককে কানাডায় ‘ওয়ার্কার ভিসা’ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোট ৩০ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আসামিরা তাদের হাতে কিছু ভিসা তুলে দেন। কিন্তু ঢাকায় গিয়ে ভিসাগুলো যাচাই করতে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, সেগুলো সম্পূর্ণ ভুয়া।

ভুয়া ভিসার বিষয়টি জানার পর ভুক্তভোগীরা আসামিদের কাছে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগীদের স্বজন শেখ হাসানুর রহমান বাদী হয়ে মিজানুর রহমান ও তার স্ত্রী বৃষ্টিকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে অভিযোগটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।

মামলার ভিত্তিতে পুলিশ পরবর্তীতে ওই দম্পত্তিকে নাটোর থেকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠায়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দম্পতির পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামি মিজানুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তার স্ত্রী বৃষ্টিকে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে প্রতারণার ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের সুযোগ তৈরি হলো।