কক্সবাজার দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর,পর্যটন শিল্পে নতুন দিগন্ত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক : বাংলাদেশ সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়ালো চারটি। পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারকে বিশ্বমানের করে তোলার সরকারি মহাপরিকল্পনার এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।
প্রজ্ঞাপন জারি ও স্বীকৃতি
সোমবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিলের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাবরুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উন্নয়ন প্রকল্প ও ২৪ ঘণ্টা পরিষেবা
২০২১ সাল থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় বিমানবন্দরটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ চলছে, যার মধ্যে রয়েছে:
* রানওয়ে সম্প্রসারণ।
* নতুন অত্যাধুনিক একটি টার্মিনাল ভবন নির্মাণ।
* বিমানবন্দরটিকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার উপযোগী করে তোলা।
বালির মতো পর্যটন হাব গড়ার স্বপ্ন
এই আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, কক্সবাজারকে ভবিষ্যতে ইন্দোনেশিয়ার বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র বালির মতো আকর্ষণীয় করে গড়ে তোলা হবে।
বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) কর্মকর্তারা আশাবাদী, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার ফলে কক্সবাজার কেবল দেশীয় পর্যটকদের নয়, বরং আন্তর্জাতিক রুটের জন্যও একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল (হাব) হিসেবে প্রতিষ্ঠা পাবে।
আপনার মতামত লিখুন :