• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে তামাক বিরোধী প্রশিক্ষণ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সমন্বয়ক ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব। 
তামাক কোম্পানীর বিজ্ঞাপন অপসারণ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, আইসিটি কর্মকর্তা আহসান কবীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, শেখ আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য এস জেড মাসুদ তাজ, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ফারুক হোসেন প্রমুখ। প্রশিক্ষণে প্রায় ২৬ জন অংশগ্রহণ করে।  
এর আগে সকালে অভয়নগর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে একই সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।