কথা কাটাকাটির মর্মান্তিক পরিণতি,যশোরে লাঠির আঘাতে ইজিবাইক চালক খুন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
স্টাফ রিপোর্টার : ইজিবাইক পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটির জেরে লাঠির আঘাতে যশোর শহরের আশ্রম রোড এলাকায় জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত জাহিদ হোসেন পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং আশ্রম রোড পশ্চিম পাশে বসবাস করতেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে জাহিদ নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন। এ সময় অপর এক ইজিবাইক চালক 'আশা'-এর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে 'আশা' লাঠি দিয়ে জাহিদকে সজোরে আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত জাহিদকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।"
আপনার মতামত লিখুন :