• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিষিদ্ধ ‘ট্যাপেন্টা’ ট্যাবলেটসহ যুবক আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬৩পিস নিষিদ্ধ ‘ট্যাপেন্টা’ ট্যাবলেটসহ মো. জুয়েল গোলদার (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে নূরবাগ স্বাধীনতা চত্ত¡র এলাকায় তিনতলা একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জুয়েল গুয়াখোলা গ্রামের মৃত আব্দুল মান্নান গোলদারের ছেলে।  
সেনাবাহিনী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার ভোর রাত থেকে নূরবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে জুয়েল গোলদার নামে এক যুবককে ৬৩পিস নিষিদ্ধ ট্যাপেন্ট ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘ট্যাপেন্টা ট্যাবলেটসহ আটক যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’