• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জুলাই-আগস্টের চেতনা যারা মানে না, তাদের মাঝে ফ্যাসিবাদের পদধ্বনি: মোবারক হুসাইন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন বলেছেন, “যারা জুলাই-আগস্টের চেতনা ধারণ করতে চায় না, তাদের মাঝে ফ্যাসিস্ট আচরণের ইঙ্গিত স্পষ্ট। সরকার এখনো সেই যোদ্ধাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করেনি, যা দুঃখজনক।”

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় যশোরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য কেবল বক্তব্য বা মিছিলের মাধ্যমে নয়, বাস্তব কর্মের মাধ্যমে অর্জন করতে হবে।”

জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজীজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোরের তিনটি আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক (যশোর-৫), আব্দুল কাদের (যশোর-৩) ও অধ্যাপক মোক্তার আলী (যশোর-৬), শহর আমির অধ্যাপক শামছুজ্জামান এবং সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী।

গণসমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। আয়োজকদের দাবি অনুযায়ী, এতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়।

এদিকে একই দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকেও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে যশোর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।