কেশবপুরে কপোতাক্ষ আর্ট স্কুলের যাত্রা শুরু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৭
কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে শিল্পচর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে কপোতাক্ষ আর্ট স্কুলের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে পৌর শহরের কপোতাক্ষ একাডেমিতে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
কপোতাক্ষ আর্ট স্কুলের পরিচালক আশিকুর হাসান জীবনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আর্ট শিক্ষক সঞ্জয় মন্ডল, কপোতাক্ষ আর্ট স্কুলের হাতের লেখা বিভাগের শিক্ষক শংকর দাস, স্পোকিং ইংলিশ শিক্ষক মশিউর রহমান, শিক্ষক মাসুম বিল্লাহ, আযহারুল ইসলাম, মোকারম হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠানের পরিচালক আশিকুর হাসান জীবন বলেন, কপোতাক্ষ আর্ট স্কুলের মাধ্যমে কেশবপুরের শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শিল্পচর্চার সুযোগ সৃষ্টি করা হবে। আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করবে এই প্রতিষ্ঠান। পাশাপাশি ভবিষ্যতে শিল্প প্রদর্শনী, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে স্থানীয় শিল্পীদের জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :