• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে গুলশানে শিবির সভাপতি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
দেশের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশের মৌলিক প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা মূলত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকবইয়ে স্বাক্ষর করতেই গুলশান কার্যালয়ে যান ছাত্রশিবিরের প্রতিনিধি দল। এ সময় শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকবইয়ে স্বাক্ষর শেষে তিনি বলেন, "দেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম খালেদা জিয়া যে নির্ভীক ও সাহসী ভূমিকা পালন করেছেন, ছাত্রশিবির তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।"

তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ ছাত্ররাজনীতির গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিবির নেতারা। আলোচনা শেষে সাংবাদিকদের নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "তারেক রহমানের সঙ্গে ছাত্ররাজনীতির বিভিন্ন দিক নিয়ে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।"

ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে শিবির সভাপতি বলেন, "আমরা বিশ্বাস করি—বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জুলাই-বিপ্লব পরবর্তী জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবে। দল-মত নির্বিশেষে আমরা যেন সবাই দেশকে ধারণ করতে পারি, সেই লক্ষ্যেই আমাদের পথচলা।"

তিনি আরও যোগ করেন, "দেশের স্বার্থে এবং বাংলাদেশের প্রশ্নে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, সেটিই আমাদের মূল লক্ষ্য।"

সাক্ষাৎকালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়াসহ ছাত্রশিবির ও ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।