• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরের ঝিকরগাছা পৌর সদরের বিএম হাইস্কুল প্রাঙ্গণে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টায় শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের আয়োজনে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের সূচনা করেন চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ বলেন, “সেবাপ্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই সেবা পাওয়ার অধিকার রাখেন। ৫ আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মানুষ আবারও ভোটের অধিকার ফিরে পাবে—এই প্রত্যাশা আমাদের।”

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। চক্ষু রোগীদের চশমা ও প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ এবং কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদ। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. আবিদুর রহমান।

মেডিকেল ক্যাম্পে ঝিকরগাছা পৌরসভা ও আশপাশের ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার রোগী সেবা নিতে আসেন। নারী রোগীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র দেন, যা রোগীরা সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করেন