কেশবপুরের গৌরিঘোনা গ্রামের তারেক সরদার হত্যা মামলায় তিনজনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : কেশবপুরের গৌরিঘোনা গ্রামের তারেক সরদার হত্যা মামলায় তিনজনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসমিরা হলো, খুলনা ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের শহিদ মোড়লের ছেলে রাজু আহম্মেদ, মালেক গাজী ও তার ছেলে বিল্লাল গাজী।
মামলার অভিযোগে জানা গেছে, তারেক গাজী বিয়ের কয়েক মাস পরে শ্বশুর বাড়ি ডুমুরিয়ার বরাতিয়া গ্রামে বসবাস শুরু করে। তাকের ভ্যান চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। গত ১৪ আগস্ট সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গৌরিঘোনা গ্রামের জনৈক রেজাউলের একটি জমির পাশ থেকে তাকের সরদারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তাকের সরদারের ভাই মফিজুর সরদার বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কেশবপুর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আদালতে সোপর্দ ও ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক খান শরিফুল ইসলাম। গতকাল রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :