• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নওয়াপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অনিন্দ্য ইসলাম অমিত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ১৭:১৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোর সদর আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বুধবার সকালে নওয়াপাড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এর আগে সকাল ১০টায় বিরামপুর ফকিরা মোড়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুবদল নেতা কামরুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজ, সাধারণ সম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এরপর কোনো যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে তিনি পথচারী ও আশপাশের দোকানিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজ নেন। মানুষের কাছাকাছি যাওয়ার এই আন্তরিক প্রয়াসে পুরো এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পরে অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত বিমল রায় চৌধুরীর প্রতিষ্ঠিত শিলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে যান। সেখানে প্রধান শিক্ষকসহ উপস্থিত শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিন তিনি স্থানীয় দুর্গা মন্দির ও শ্রীশ্রী রাস মন্দির পরিদর্শন করেন। 
সংক্ষিপ্ত বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি মরহুম তরিকুল ইসলামের সন্তান। আমার পিতা যেমন আজীবন সকল ধর্মের মানুষের পাশে ছিলেন, আমিও তেমনি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, অধ্যাপক গোপী কান্ত সরকার, রবি দাসসহ আরও অনেকে।