• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ: মোংলায় আটক ১৪ ভারতীয় জেলে কারাগারে


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ: মোংলায় আটক ১৪ ভারতীয় জেলে কারাগারে।

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক ১৪ ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ নৌবাহিনী শনিবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে ‘এফবি পারমিতা’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ওই জেলেদের আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী আটক জেলেদের থানায় হস্তান্তর করে। এরপর ‘সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইন, ২০২০’-এর ২৫(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ওসি আরও জানান, ট্রলারটিতে থাকা মাছ জব্দ করে রাতেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সোমবার আটক ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৪ জুলাই একই এলাকায় অভিযান চালিয়ে আরও দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।