স্পোর্টস ডেস্ক:
গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।
জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। পাঁচ গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে, স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয়। ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয়। হাফওয়ে লাইনের কাছে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যান। তারপর দুই বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধের নাটকের তখনো বাকি ছিল। দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে যান। তারপর চিপ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। রিয়াল কর্নার পায়, রাফিনহা গোললাইন থেকে বল বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। ফিরতি শট নেন গনসালো গার্সিয়া। বল বার ও পোস্টে আঘাত করে লাইন অতিক্রম করে। তাতে বিরতির আগে আবার দুই দল সমতা ফেরায়।

আপনার মতামত লিখুন :