
স্টাফ রিপোর্টার: যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় এক কর্মচারীকে হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম আব্দুস শুকুর। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনির টেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।
সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে নিয়মিত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কারাগারে প্রবেশের সময় সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল্লাশি চালান। এসময় শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর গাঁজা বহনের কথা স্বীকার করেছেন। পরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত হয়েছে। শুকুর কারাগারের ভেতরে গাঁজা প্রবেশ করানোর চেষ্টা করেছিলেন। ঘটনাটি কারা অধিদপ্তরকে জানানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা তারাই গ্রহণ করবেন
আপনার মতামত লিখুন :