• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ঋণের চাপে স্ত্রী-সন্তানকে হত্যার পর কৃষকের আত্মহত্যা । রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক কৃষক তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে তাদের নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন: কৃষক মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম এবং দেড় বছর বয়সী মেয়ে মিথিলা।
পুলিশ জানায়, মিনারুল এবং তার ছেলে এক ঘরে ছিলেন, আর অন্য ঘরে ঘুমাচ্ছিলেন তার স্ত্রী ও মেয়ে। সকালে প্রতিবেশীরা তাদের ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, মিনারুল ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছেন, তার ছেলের মরদেহ বিছানায় পড়ে আছে এবং অন্য ঘরে স্ত্রী ও মেয়ের মরদেহ শোয়ানো অবস্থায় রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল প্রথমে ওড়না দিয়ে তার স্ত্রীকে এবং গামছা দিয়ে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ছেলেকে শ্বাসরোধ করে নিজে আত্মহত্যা করেন।

পুলিশ মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে তিনি লিখেছেন, "আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার স্ত্রী-সন্তান কার কাছে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া তারা কিছুই পাবে না। আমি মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়া-দাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারলাম না। আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো হলো। কারো কাছে আর কিছু চাইতে হবে না।"
স্থানীয়রা জানিয়েছেন, মিনারুল একসময় জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদকও গ্রহণ করতেন। এতে তিনি বিপুল পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েন। সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও তার আর্থিক সংকট কাটেনি। অনেক সময় তাদের পরিবারের দুবেলা খাবারও জুটত না।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।