যশোরে রাস্তার পাশে ছিটকে পড়ে আলমসাধু চালকের মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
বাঘারপাড়া প্রতিনিধি: শুক্রবার যশোরের বাঘারপাড়ার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার বামনহাটিতে সড়ক দুর্ঘটনায় মাহফুজ (২০) নামে এক আলম সাধুচালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সে মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মন্ডলের ছেলে।স্থানীয়রা খবর পেয়ে দুর্ঘটনার শিকার মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত অপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘারপাড়ার আঙ্গুলবাড়িয়া গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০ টার দিকে খবর আসে বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা বাজারের কাছে নড়াইল সদরের বামনহাটিতে সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নাজমুল জানান, আলম সাধু রাস্তার পাশে পানির মধ্যে ছিটকে পড়ে। এ সময় মুখের দুই পাশে ও মাথায় প্রচন্ড আঘাত পায় আলমসাধু চালক। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে বালিয়াডাঙ্গা বাজারে নিয়ে আসেন। এরমধ্যে মাহফুজকে বাঘারপাড়া থানায় নেওয়া হয়। ওপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মাহফুজের চাচা রফিকুল ইসলাম জানান, 'প্রতিদিনের মতো খুব সকালে আলমসাধু নিয়ে বের হয় মাহফুজ। সোয়া ১১ টার দিকে খবর পাই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এখনো সে বিয়ে করেনি। বাবা মায়ের একমাত্র সন্তান বলেও উল্লেখ্য করেন রফিকুল।
জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর বলেন,' বেলা ১১ টার কিছু সময় পর মাহফুজ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতলে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, 'কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে'।
আপনার মতামত লিখুন :