চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৩ জন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ গুছিয়ে আনতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি আজ (মঙ্গলবার) সম্পন্ন হয়েছে। শুনানিতে অংশ নেওয়া ৭০ জন প্রার্থীর মধ্যে ৫৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। ইসি সূত্রে জানা গেছে, এদিন ২১১ থেকে ২৮০ নম্বর ক্রমিকের মোট ৭০টি আপিল আবেদনের ওপর শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন, যা সংশ্লিষ্ট এলাকায় তাদের সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
ইসি জানিয়েছে, তথ্যগত ত্রুটি এবং নানা আইনি জটিলতার কারণে ১৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া অন্য প্রার্থীদের বৈধতার বিরুদ্ধে করা আরও দুটি আপিল নামঞ্জুর করেছে কমিশন, যার ফলে সংশ্লিষ্ট ওই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গণ্য হবে। অর্থাৎ, আজকের শুনানিতে সর্বমোট ১৭টি আপিল নামঞ্জুর করা হয়।
গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গতকাল সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি হয়েছিল। আগামীকাল বুধবার ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
- নির্বাচনী রোডম্যাপ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী:
- আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি।
- প্রার্থিতা প্রত্যাহার: শেষ তারিখ ২০ জানুয়ারি।
- প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
- প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
- ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আজকের শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া ৫৩ জন প্রার্থী এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামার জন্য প্রতীক বরাদ্দের অপেক্ষা করছেন। কমিশনের এই স্বচ্ছ শুনানি প্রক্রিয়া নির্বাচনকে অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :