• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার চার্জশিট: শাহবাগে ডিএমপি কমিশনার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তের চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত ও সংগঠিত এবং এর পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের উদ্দেশে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, তদন্তের এক পর্যায়ে ২১৮ কোটি টাকার একটি স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে যা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। এর পেছনে আরও অনেকে জড়িত থাকতে পারে। বিষয়টি উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ, ডিবি, র‍্যাবসহ সকল গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। কমিশনার জানান, এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ডিবি পুলিশ ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তদন্তের সন্তোষজনক অগ্রগতির কথা উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আগামী ১০ দিনের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে। তদন্তের স্বার্থে অনেক তথ্য গোপন রাখা হয়েছে যাতে প্রতিপক্ষ সতর্ক হতে না পারে।”

তিনি আরও জানান, আজ রবিবার (২৮ ডিসেম্বর) ডিবি প্রধান মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন এবং গণমাধ্যমের সামনে পুরো বিষয়টি পরিষ্কার করবেন।

হাদী হত্যাকাণ্ডের বিচার এবং প্রকৃত দোষীদের মুখোশ উন্মোচনের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। ডিএমপি কমিশনারের উপস্থিতিতে তারা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। কমিশনার তাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “তদন্তের স্বার্থে যতটুকু প্রকাশ করা সম্ভব, সেটুকুই আজ জানিয়েছি। বাকিটা ডিবির বিস্তারিত ব্রিফিংয়ে জানা যাবে।”