কেশবপুরে গণপূর্ত অধিদপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : যশোরের
কেশবপুরে গণপূর্ত অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ইমন হোসেন (২৪)
নামে এক যুবকের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের
দাবি, উপজেলার তেঘরী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আবুল কালাম
আজাদ চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ঘটনা
উল্লেখ করে আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভুক্তভোগী ইমন হোসেনের মা সাবিনা
খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের
ভিত্তিতে বুধবার (১৩ আগস্ট) উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি গ্রহণ করা হবে।
অভিযোগ
ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার তেঘরী গ্রামের শফিকুল
ইসলামের ছেলে ইমন হোসেনকে গণপূর্ত অধিদপ্তরে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার
প্রলোভন দেখিয়ে দুই বছর আগে আবুল কালাম আজাদ ৫ লাখ ৮০ হাজার টাকা নেন।
পরবর্তীতে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ওই পদে যোগদানের জন্য ইমন হোসেনকে একটি
পত্র দেওয়া হয়। ওই পত্র নিয়ে ইমন ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে গেলে তাকে জানানো
হয়-এটি একটি ভুয়া যোগদান পত্র। তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। বিষয়টি আবুল
কালাম আজাদকে জানালে তিনি স্থানীয় লোকজন ও তেঘরী পল্লী মঙ্গল মাধ্যমিক
বিদ্যালয়ের শিক্ষকদের চাপে দুই মাস আগে ১ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেন। বাকি
৪ লাখ ৪০ হাজার টাকা ফেরত চাইলে আবুল কালাম বিভিন্ন টালবাহানা করছেন।
অভিযোগের
বিষয়ে আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের কাছ থেকে ৫
লাখ ৮০ হাজার টাকা নেওয়ার বিষয়টি সত্য। কিন্তু চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে
টাকা নেয়নি। টাকা ধার হিসেবে নিয়েছিলাম, সেটি ফেরত দেওয়া হয়েছে।
বিষয়টি
নিয়ে জানতে চাইলে তেঘরী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোস্তাক আহমেদ বলেন, ‘কয়েক মাস আগে বিদ্যালয়ে এসে বিষয়টি ভুক্তভোগীরা
জানালে আবুল কালামকে ডাকলে তিনি চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি
স্বীকার করেন। এ সময় উভয় পক্ষের কাছ থেকে শুনে কালামকে টাকা ফেরতের একটা
তারিখ নির্ধারণ করে দিয়েছিলাম। পরে কত কী লেনদেন হয়েছে, সে সময় আমি ছিলাম
না’।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন,
‘চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করার বিষয়ে একটি অভিযোগ
পেয়েছি। এ অভিযোগের বিষয়ে বুধবার (১৩ আগস্ট) আমার অফিস কক্ষে উভয় পক্ষের
উপস্থিতিতে শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
আপনার মতামত লিখুন :