• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর-৩ ও ৪ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীসহ ৫জনের মনোনয়নপত্র বাতিল


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরের দুটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। হেভিওয়েট প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও পিপি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং কৃষক দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৪ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার সকাল থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-৩ ও যশোর-৪ এই দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন জেলা রিটার্নিং অফিসার। গত ২৯ ডিসেম্বর শেষ দিনে যশোর-৩ সদর আসনে ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল যাচাই বাছাইয়ে যশোর-৩ (সদর) আসনে ৬ জনের মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋন খেলাপীর অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেনের মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। এ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন বিএনপি’র প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় পাটি’র্র খবির গাজী, জামায়াতে ইসলামী’র ভিপি আব্দুল কাদের, সিপিবির রাশেদ খান ও জাগপার নিজাম উদ্দিন অমিত ।
যশোর-৪ (বাঘাড়পাড়া- অভয়নগর) আসনে ১০ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৪ প্রার্থীর। ঋণ খেলাপী (ঢাকা ব্যাংক) সংক্রান্ত জটিলতায় কৃষক দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, দলীয় মনোনয়নপত্র না থাকায় জেলা বিএনপির সভাপতি ও পিপি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ ও মনোনয়ন ফরমের ২১ নং ক্রমিক পূরণ না করায় এবং ভোটার নম্বরে ভুল থাকায় জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. জহুরুল হক এর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। এই আসনে বৈধ ৬ প্রার্থী হলেন বিএনপির মতিয়ার রহমান ফারাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ,জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল,খেলাফত মজলিসের মাও. আশেক এলাহী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল।
গতকাল বিকোল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান বলেন, আজ দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। আগামী কাল বাকী ২টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।  ৪ জানুয়ারির ভিতরে ৬টি আসনের যাচাই বাছাই সম্পন্ন করা হবে বলে তিনি আশা করেন। তিনি আরও বলেন, যশোর- ৩ ও ৪ আসনে যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা প্রার্থীতা ফিরে পেতে নিয়মানুযায়ী আগামী ৫-৯ জানুয়ারির মধ্যে নিবাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  সুজন সরকার, ( শিক্ষা ও আইসিটি)  খান মোহাম্মদ মাসুম বিল্লাহসহ সরকারি বেসরকারি  বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ।