• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খুলনায় স্ত্রীর প্রাক্তন স্বামীর হাতে ভ্যানচালক খুন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে আল-আমীন শিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রীর প্রাক্তন স্বামী। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নন্দন প্রতাপ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আল-আমীন বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকার বাসিন্দা।

দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল জানান, নিহতের স্ত্রী’র সাবেক স্বামী ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আল-আমীনকে কুপিয়ে পালিয়ে যায়।

নিহতের শ্যালক রবিউল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমার বোন রিপা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”