• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অভয়নগরে কৃষক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, প্রতিবাদে বাড়িঘরে অগ্নিসংযোগ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : May 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন। নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

তরিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ডহর মশিয়াহাটী গ্রামের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সুন্দলী বাজারে দুটি দোকানে অগ্নিসংযোগ এবং চারটি দোকান ভাঙচুর করা হয়েছে। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের সদস্যরা গ্রামের বাড়িগুলোর আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
তরিকুল ইসলামের ভাই রবিউল ইসলাম বলেন, ‘আমার ভাই মাছের ঘেরের ব্যবসা করতেন। তাঁকে ডেকে এনে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম বলেন, গুলি করে এবং কুপিয়ে তরিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।