• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জীবননগর–কালীগঞ্জ সড়কের তুষার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে কারখানার ভেতর থেকে বের হয়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

মহেশপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ট্রাকচালক ও তার সহকারীকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাস ও ট্রাক উদ্ধার করেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।