• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ফরিদপুরের পথে এনসিপি নেতারা, পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণের প্রস্তুতি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে খুলনা থেকে যাত্রা করেছেন। এর আগে গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার ঘটনার পর নিরাপত্তার কারণে তারা বুধবার রাতে খুলনায় অবস্থান করেন।

খুলনায় পৌঁছানোর পর এনসিপি নেতারা সার্কিট হাউস এবং হোটেল সিটি ইন-এ রাতযাপন করেন। বৃহস্পতিবার সকালে যশোর হয়ে তারা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা বহরে রয়েছেন।

খুলনা থেকে কেন্দ্রীয় নেতাদের যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির খুলনা শাখার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত। তিনি বলেন, “নেতারা যশোর হয়ে ফরিদপুর যাচ্ছেন এবং সেখানে পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন।”

দলীয় কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ চত্বর থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরে জনতা ব্যাংক মোড়ে পথসভা আয়োজন করা হবে। ফরিদপুরের পর এনসিপি নেতারা রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলাতেও একই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।