• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হযরত শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৮৮৭.৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার, ৩ জন আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পৃথক অভিযানে ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। অভিযানে তিনজনকে আটক করা হয়।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। সকাল ৯:২০ মিনিটে বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বর এলাকা থেকে মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা।

দুপুর ১:৪৫ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) আটক হন। তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা।

সকাল ১০:২০ মিনিটে একই টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামে আরও একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। পরে তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছে এবং বিভিন্ন দেশের যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে নিয়ে আসছে।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক এবং স্বর্ণ চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছি।”