যশোরের মনিরামপুরে মাছের ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার, জরিমানা অর্ধ লাখ টাকা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মাছের খামারে মুরগির বিষ্ঠা প্রয়োগের অভিযোগ এক চাষিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না হরিদাসকাটি ইউনিয়নের মধুপুর গ্রামের ফুলবাড়িয়া বিলে রাজু আহম্মেদের ঘেরে এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।
ইউএনও নিশাত তামান্না এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘের মালিক রাজু দীর্ঘদিন নিজের মাছের ঘেরে খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছেন। এমন তথ্য পেয়ে আজ (সোমবার) দুপুরে আমি নিজে মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে রাজুর ঘেরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। এই অপরাধে রাজুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পান ঘের মালিক রাজু।
আপনার মতামত লিখুন :