• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুর আসনের সীমানা অপরিবর্তিত রেখে নির্বাচনের দাবিতে বিএনপির মানববন্ধন


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি ঃ যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেশবপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সুমন প্রমুখ। এর আগে এই আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে যশোর জেলা নির্বাচন অফিসে স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বিএনপির নেতৃবৃন্দরা বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি পক্ষ কেশবপুরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই কেশবপুবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দরা।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৬ সংসদীয় আসন পুনঃগঠনের জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন। ওই আবেদনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৬ (কেশবপুর) আসনের সর্বস্তরের মানুষ।